I am GPA 5 খ্যাত ভিডিও বিষয়ক বিতর্ক

৩০ মে, ২০১৬ - ২ জুন, ২০১৬
একটি বেসরকারী টিভি ‌চ্যানেল দেশের শিক্ষা ব্যবস্থার হাল তুলে ধরার উদ্দেশ্যে কিছু ছাত্র/ছাত্রীকে সাধারণ জ্ঞানমূলক বিভিন্ন প্রশ্ন করে। ভিডিওতে দেখা যায় সেসব প্রশ্নের জবাব দিতে ঐ ছাত্র/ছাত্রীরা ব্যর্থ হয়। এই ভিডিও ইউটিউবে আপলোড করার পর ফেসবুকে ভাইরাল হয়ে যায়। সাধারণত এধরনের ভিডিওতে চেহারা ব্লার করে দেয়ার নিয়ম, যাতে সংশ্লিষ্ট ব্যক্তিগন সামাজিক ভাবে হেয় না হয়। টিভি চ্যানেলটি এই বিষয়টি খেয়াল না করে ভিডিও প্রচার করার পর ব্যপক বিতর্কের সৃষ্টি হয়। তবে এখানেও জনগন দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একদল মনে করেন ভিডিতে চেহারা দেখানোতে কোন সমস্যা নেই বরং সেটা গৌন। মূল বিষয় 'শিক্ষা ব্যবস্থার অধঃপতন' নিয়ে আলোচনা হওয়া উচিত। আরেক গ্রুপ চেহারা দেখানোর ব্যপারটি নিয়ে ব্যপক আপত্তি তুললেও শিক্ষা ব্যবস্থা নিয়ে তেমন কিছু বলেনি। তবে এর ভেতরেও কিছু উপদল ছিলো যাদের ভেতরে একই সাথে শিক্ষা ব্যবস্থার দুরাবস্থা ও চেহারা দেখানোর প্রতিবাদ করা লোকজন ছিলো। আবার চেহারা দেখানোর বিপক্ষে এবং শিক্ষা ব্যবস্থার কিছু হয়নি দাবী করা লোকজনও ছিলো। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যপক আলোচনা সমালোচনা চলে কয়েকদিন।

Related Blogs

Thoughts